বরিশাল
বরিশালে ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ, ১০ দিনে দাম বেড়েছে দ্বিগুণ
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে চাহিদা থাকলেও বরিশালের বাজারে তেমন ইলিশ মিলছে না। যা পাওয়া যাচ্ছে তার দামে গলদঘর্ম অবস্থা ক্রেতাদের। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। শনিবার (১২ এপ্রিল) বরিশাল পোর্ট রোড, নতুন বাজার, বাংলা বাজার, রূপাতলী বাজার, নথুল্লাবাদ, কাশিপুর ও তালতলি মাছ বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
শুধু তাই নয় নগরী লাগোয়া উপজেলা শহরের মধ্যে বাকেরগঞ্জ, বাবুগঞ্জ ও বানারীপাড়ার বাজারগুলো এবং বিভাগের গুরুত্বপূর্ণ পাইকারি মাছের আড়ত পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র এবং বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে খোঁজ নিয়ে একই তথ্য জানা গেছে।
পোর্ট রোডের ব্যবসায়ী রুবেল হাওলাদার বলেন, চৈত্রের শেষ সময়ে মোকামে কোনো ইলিশের ট্রলার আসছে না। যা আসছে তা জাটকা। বাজারে ইলিশ না আসায় দামও চড়া। আমরা জেলেদের কাছ থেকে কিনে ক্রেতাদের কাছে বিক্রি করি। সুতরাং বেশি দামে কিনতেহেলে বেশি দামেই বিক্রি করি। তবে ইলিশ আসলে দাম এত থাকতো না।
এসব বাজারে দামের খুব তারতম্য দেখা যায়নি। নতুন বাজারের ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, এক কেজি ওজনের ইলিশ এখন পাওয়া যাচ্ছে না। ৭০০-৮০০ গ্রামের মাছই এবারের বৈশাখের বড় ইলিশ।