বরিশাল
বরিশালে কোটি টাকার সিগারেট ডাকাতি, আটক তিন
বরিশাল ব্যুরো।।
বরিশালে ডাকাতি হওয়া কোটি টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
এবিষয়ে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
আজ (১৭আগস্ট) বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান,
গত (১৩আগস্ট) গভীর রাতে বরিশাল বিমানবন্দর থানাধীন মাধবপাশা ইউনিয়নের প্রতাপপুর ইয়াসিন কাজীর বাড়িতে সিগারেট কোম্পানির গোডাউনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ঐ রাতে গোডাউনে কর্তব্যরত দারোয়ান মো: আনোয়ার, স্বপন ও ইমরান শরীফকে বেঁধে রেখে এক কোটি তিন লাখ টাকার সিগারেট নিয়ে যায় ডাকাত দল।
ডাকাতির খবর পেয়ে অভিযানে নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
অত:পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশের হাতে আটক হয় ঐ ডাকাত দলের তিন সদস্য। এসময় ট্রাক ভর্তি কোটি টাকার সিগারেট উদ্ধার করেন তারা।
আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছইলা বুনিয়া গ্রামের আব্দুস সাত্তার মৃধার ছেলে ইয়াকুব মৃধা (৪০), বরগুনা জেলার আমতলী উপজেলার টিয়াখালী গ্রামের নিজাম শরীফের ছেলে মুছা শরীফ (১৯) ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দুলাল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৭)। ওই রাতে ডাকাতির ঘটনায় ১০ জন সদস্য ছিলেন বলে জানিয়েছেন ডাকাত দলের আটককৃত তিনজন।
বাকি ডাকাতদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
আটককৃত ডাকাতদের সকলের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ।
ডাকাতির ঘটনায় বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন জেটিআই ওয়ার হাউজ ইনচার্জ মো: শফিকুল ইসলাম কাদের