বরিশাল
বরিশালে কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শহরের একটি বাসা থেকে কৃষি ব্যাংকের সাবেক এক কর্মকর্তার লাশ উদ্ধার করে পুলিশ। হাসান-উল জাকী (৪২) নামের ওই কর্মকর্তাকে অচেতন অবস্থায় গত রোববার বিকেলে শহরের জিয়া সড়ক এলাকার বাসা থেকে উদ্ধার করে শেবাচিম হাসপালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি কৃষি ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এবং খুলনা জেলায় কর্মরত ছিলেন। শেবাচিমের চিকিৎসকেরা জানান, পুলিশ লাশটি হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু ঘটে। একটি সূত্রে জানা গেছে, খুলনার একটি শাখায় কর্মরত হাসান-উল জাকীকে সেখানে আর্থিক অনিয়মের কারণে সম্প্রতি বরিশালে বদলি করা হয়। পরে এক সপ্তাহ আগে তাকে সাময়িক বরখাস্ত করার একটি আদেশ আসে। স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পরে পরিবারের সদস্যরা তাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীর সাথে যোগাযোগ করেন। ওই কর্মকর্তা জাকীর বাসায় গিয়ে জানালা দিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার জাকী বরিশাল থেকে খুলনায় গিয়েছিলেন। এবং তিন দিনের মাথায় গত রোববার খুলনা থেকে বরিশাল ফিরে কর্মস্থলে যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়ার কারণে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।