বরিশাল
বরিশালে কিশোর গ্যাং এর সদস্য চাইনিজ কুড়ালসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর গড়িয়ারপার এলাকা থেকে কিশোর গ্যাং এর সদস্য রিফাতকে চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রিফাত ৩০ নম্বর ওয়ার্ডের রিয়াজের উদ্দিনের ছেলে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন জানান, (৩মে) সোমবার বিকেলে গড়িয়ারপার এলাকা রিফাতকে একটি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিফাত কিশোর গ্যাং এর সদস্য। গ্রেফতারকৃত রিফাতের বিরুদ্ধে অস্ত্র আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নগর গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর ফিরোজ আলম। গ্রেফতারকৃত রিফাতের বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে বলেও জানান নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো: ছগির হোসেন।