গৌরনদী
বরিশালে কালো বাজারে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে টিসিবির পেঁয়াজ কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও টরকী পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত টিসিবির ডিলার শিশির কুন্ড ন্যায্য মূল্যের পেঁয়াজ অধিক মুনাফার লোভে কালো বাজারে বিক্রি করে দেয়। খবর পেয়ে টরকী ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে কালো বাজারে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয় ডিলার শিশির কুন্ড। ঘটনার সত্যতা স্বীকার করে টরকী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হুমায়ুন কবির জানান, কালো বাজারে পেঁয়াজ বিক্রির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। তবে কালো বাজারে পেঁয়াজ বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন ডিলার শিশির কুন্ড।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, টিসিবির পেঁয়াজ পাইকারী বিক্রির কোন সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।