গৌরনদী
বরিশালে কলেজ ছাত্রীর বস্তাবন্ধি লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। নিখোঁজ হওয়ার ৮ দিন পর বরিশালের ধানক্ষেত থেকে বগুড়ার কলেজ ছাত্রী নাজনিন আক্তারের বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন।
বুুধবার (২ জুন ) বেলা সাড়ে ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের এক ট্রাক্টর চালক ধান ক্ষেতের মধ্যে বস্তাবন্ধি লাশ দেখে পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্রধরে গত ৬ মাস পূর্বে বগুড়া সদর উপজেলার সাপগ্রাম এলাকার আব্দুল লতিফ প্রমানিকের একাদশ শ্রেণি পড়ুয়া কন্যা নাজনিন আক্তার সাথে বিয়ে হয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুন চরজাহাপুর গ্রামের আব্দুল করিম হাওলাদারের পুত্রের। গত ২৪ মে বরিশালের গৌরনদীতে বেড়াতে নিয়ে এসে স্ত্রীকে হত্যার পর লাশ গুম করে সে। পরবর্তীতে স্ত্রী হত্যার দায় স্বীকার করায় পুলিশ মঙ্গলবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালায়।