বরিশাল সদর
বরিশালে করোনা প্রভাবে কর্মহীন সংস্কৃতিক শিল্পীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান।
নিজস্ব প্রতিবেদক ।। বরিশালে করোনা প্রভাবে কর্মহীন সংস্কৃতিক শিল্পীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।আজ ১৬ জুলাই সকাল ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর সহযোগিতায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে বরিশাল জেলার কর্মহীন শিল্পীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, বরিশাল এস, এম, অজিয়র রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল প্রশান্ত কুমার দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদসহ চেক গ্রহণকারী সদস্যরা। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কতৃক বরিশালে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণজনিত সমস্যার কারণে অসচ্ছল ৪০ জন সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি এককালীন ৫ হাজার টাকা করে ২ লক্ষ টাকার অর্থিক সহায়তা প্রদান করা হয়। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরিশাল জেলার ৪০ জন কর্মহীন শিল্পীদের মাঝে ২ লক্ষ টাকার অর্থিক সহায়তার টাকা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এ সকল সাংস্কৃতিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে তাদের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে।