বরিশাল সদর
বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।।বরিশাল করোনা উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় চিকিৎসাধীন অবস্থায় শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত সোহেল মাহমুদ (৩৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রশিক্ষণ ও সমাজ কল্যাণ শাখায় কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম। ওসি নুরুল ইসলাম জানান, গতকাল বিকেলে সোহেল মাহমুদকে শ্বাসকষ্ট নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। রাত সোয়া ১২টার সময়ে তার মৃত্যু হয়। এছাড়া সোহেল ডায়াবেটিস ও অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন।শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, তীব্র শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ওই পুলিশ সদস্যকে ভ্যান্টিলেশন দেওয়া হয়েছিল। তিনি করোনা আক্রান্ত কি-না তা নিশ্চিত না। মৃত্যুর পরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বুধবার তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হবে।