বরিশাল
বরিশালে করোনায় কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়র্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলো ৯৫ জন রোগী। অপরদিকে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে ৩ জনে নেমেছে।
এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষায় ১১.১৭ ভাগ করোনা শনাক্ত হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৯৯ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১০ জন রোগী।
একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন রোগীর মৃত্যু হয়েছে।
যার মধ্যে ২ জনের করোনা ছিলো পজেটিভ। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৯৫ জন রোগী।
এদিকে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে ২২ শয্যার বিপরীতে সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৩ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল।
করোনা রোগীর চাপ কমে যাওয়ায় বুধবার থেকে জেনারেল হাসপাতালে আগের মতো অন্যান্য রোগী ভর্তি নেয়া হবে বলে জানিয়েছেন ডা. মলয় কৃষ্ণ।
অপরদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত সোমবার রাতে সব শেষ নমুনা পরীক্ষায় ১৭৯ জনের মধ্যে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.১৭ ভাগ।
এর আগে গত রবিবার রাতে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিলো ১৪.২৮ ভাগ, শনিবার ১৭.৮৫ ভাগ, শুক্রবার ২০.৭০ ভাগ এবং গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ১৭.২৭ ভাগ।
গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।