গৌরনদী
বরিশালে এক গাভীর তিন বাচ্চা প্রসব
নিজস্ব প্রতিবেদক ॥ জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের কৃষক আব্দুল মান্নান গোমস্তার একটি গাভী পর পর তিনটি বাচ্চা প্রসব করেছে।
ঘটনাটি ওই এলাকায় প্রথম হওয়ায় গাভীটি দেখতে উৎসুক জনতা ভীড় করছেন।
কৃষক মান্নান গোমস্তা বলেন, তিনবার ইনজেকশন দেয়ার পরেও গাভীটি গর্ভবতী হচ্ছিলোনা। পরবর্তীতে উন্নতজাতের ষাড়ের মাধ্যমে গাভীটিকে গর্ভবর্তী করানো হয়। দশ মাস পর মঙ্গলবার রাতে গাভীটি এক সাথে তিনটি বাচ্চা প্রসব করে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে গাভীটির কোন চিকিৎসা প্রয়োজন হলে তা প্রদান করা হবে।