বরিশাল
বরিশালে ইজিবাইকে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে ইজিবাইকে মামলা দেয়ায় নগরীর চৌমাথাসহ রূপাতলী ও নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ইজিবাইক শ্রমিকরা। বুধবার (৩০ মার্চ) সকাল থেকে ১৫টির বেশি ইজিবাইকে ‘অযৌক্তিকভাবে মামলা দেয়া’ হয়েছে বলে অভিযোগ তুলে তারা এ বিক্ষোভ করেন। এদিকে বিক্ষোভকালে নগরীর বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভে মহাসড়ক বন্ধ থাকার পর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম ও চৌমাথার ট্রাফিক ইন্সপেক্টর জিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি ও চৌমাথায় গাড়ি রাখার স্ট্যাণ্ড করে দেয়ার আশ্বাস এবং একই সাথে প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে সমন্বিত বৈঠক আয়োজনের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
প্রায় পাঁচ শতাধিক শ্রমিকের অংশগ্রহণে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন, ইজিবাইক সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ইজিবাইক সংগ্রাম পরিষদের ২১ নং ওয়ার্ডের সভাপতি মো. ফজলু, সাধারণ সম্পাদক মো. ফিরোজ প্রমুখ।
এ নিয়ে ডা: মনীষা চক্রবর্তী বলেন, ‘স্ট্যাণ্ড নির্দিষ্ট না করে রাস্তার পাশে সাইড করা গাড়ি অযৌক্তিকভাবে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে শ্রমিকরা এই বিক্ষোভ করেন।’
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, বিষয়টি সমাধানে প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে সমন্বিত বৈঠক আয়োজনের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। শীঘ্রই এ সমস্যা সমাধানে শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে বসা হবে।