বরিশাল
বরিশালে ইউনিয়ন পর্যায় মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প বিভাগীয় মূল্যায়ন কর্মশালা ২০২১ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ শেখ হাসিনার দর্শন মৎস্য সম্পদ উন্নয়ন এই শ্লোগান নিয়ে আজ (১৮ই) আগস্ট বুধবার সকাল ১১ টায় মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ এর আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার নগরীর কাশিপুর বরিশালের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিভাগীয় মূল্যায়ন কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পরিচালক রিজার্ভ মৎস্য অধিদপ্তর (ঢাকা) আজিজুল হক, প্রকল্প পরিচালক ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) মোহাম্মদ হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় উপপরিচালক মৎস্য অধিদপ্তর আনিছুর রহমান তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক কামরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ প্রমূখ।
আলোচনা সভার শুরুতে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) এর বরিশাল বিভাগের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
উপস্থাপনা শেষে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনেন অতিথিরা। পরে প্রধান অতিথি মৎস্য অধিদপ্তর এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।