বরিশাল
বরিশালে আসছেন আনসার মহাপরিচালক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সরকারি সফরে বরিশালে আসছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আনসার বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা বরিশাল রেঞ্জ, পটুয়াখালী ও বরিশাল অফিসগুলো পরিদর্শন করাসহ কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করবেন। এবং সেখানে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নানান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
এছাড়া ২২ আনসার ব্যাটালিয়ন কলাপাড়াসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন, এমনটি ইমেল বার্তায় নিশ্চিত করেছে বাহিনীর সদর দপ্তর।
বরিশাল রেঞ্জ অফিসে কর্মরত গণসংযোগ সহকারী মো. আব্দুল আজিজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এবং বলেন, তাদের বাহিনীর মহাপরিচালক একদিনের সফরে বৃহস্পতিবার বরিশালে থাকবেন।
এর আগে তিনি বুধবার বিকেলে রওনা হয়ে বরিশালে আসছেন। বাহিনীর শীর্ষ কর্মকর্তার বরিশালে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মহাপরিচালক বরিশালে গুরুত্বপূর্ণ কাজসমূহ শেষে বৃক্ষরোপন করবেন। এবং ওই দিনই তিনি রাজধানীর উদ্দেশে রওনা হয়ে যাবেন।’