বরিশাল
বরিশালে আশ্রয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘর মেরামত কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক ॥ সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে বরিশালের মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ আওতাধীন ক্ষতিগ্রস্ত ঘরের মেরামত কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বৃহস্পতিবার সকালে নদী বেষ্টিত মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সেখানকার ৩টি ক্লাস্টারের ৪০টি ঘরের উপকারভোগীদের নানা সমস্যার কথা শুনে তা সমাধানের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক জানান, ‘আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার’ হিসেবে গৃহহীন মানুষ ঘর পেয়েছে। এসব ঘরের উপকারভোগীদের সময় উপযোগী সকল প্রকার সুযোগ-সুবিধা দেয়া হবে। প্রত্যেককে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ঘরগুলো যথাযথ মেরামত নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, এনডিসি মো. নাজমূল হুদা, শ্রীপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, মুজিববর্ষ উপলক্ষে জেলায় প্রথম দফায় ১৫শ’ ৫৬টি এবং দ্বিতীয় দফায় ৪৫৯ টি ঘর গৃহ ও ভূমিহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর ক্লাস্টারের কয়েকটি ঘর ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত কাজ তদারকি করেন জেলা প্রশাসক।