বরিশাল
বরিশালে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন রেঞ্জ ডিইজি
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন বরিশাল রেঞ্জ ডিইজি শফিকুল ইসলাম বিপিএম (বার) বরিশাল রেঞ্জ।
এসময় তিনি দুস্থ ও অসহায়দের সাথে কথা বলেন, তাদের পরিবারের খোজ খবর নেন। বরিশাল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ডিআইজির উপস্থিত সকলকে করোনার দিত্বীয় ঢেউ মোকাবেলায় নিজ নিজ উদ্যোগে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল, বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,স্টাফ অফিসার টু-ডিআইজি,অফিসার ইনচার্জ বাকেরগঞ্জ থানা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।