বরিশাল
বরিশালে অর্ধশত ইয়াবাসহ ২ বহিরাগত মাদকবিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছেন, যারা বহিরাগত হিসেবে পরিচিত। বাবুগঞ্জ উপজেলার শিলন্দিয়া গ্রামের হাইউল ইসলাম পারভেজ (৩৯) এবং ঝালকাঠির পশ্চিম ঝালকাঠি গ্রামের শাকিল খান সেন্টু (৩৮) নামের এই দুইজনকে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে গতকাল বুধবার রাতে শহরের ফকিরবাড়ি রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের কাছ থেকে অর্ধশত পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, দুইজন ভিন্ন জেলার বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে বরিশাল নগরীতে অবস্থান করছিলেন। এমনকি কীর্তনখোলার তীর জনপদে বাড়ি ভাড়ায় করে বসবাস করাসহ চালিয়ে যাচ্ছিলেন মাদক বাণিজ্য। গোয়েন্দা পুলিশ তাদের গতিবিধি বেশকিছু দিন ধরে নজরদারিতে রাখছিল। বুধবার রাতে নেশাদ্রব্যসহ কোতয়ালি থানাধীন শহরের ফকিরবাড়ি মহিলা কলেজের পেছনের গেট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫১ পিস ইয়াবা।
ডিবি পুলিশ ও বিভিন্ন মাধ্যম জানা গেছে, বহিরাগত এই দুই ব্যক্তির বিরুদ্ধে আরও কয়েকটি মাদক মামলা আছে। এমনকি তারা নিজ গ্রামেও মাদকবিক্রেতা হিসেবে সমাধিক পরিচিত।
অভিন্ন তথ্য দিয়ে ডিবি পুলিশের পরিদর্শক কমলেশ চন্দ্র হালদার জানান, বুধবার রাতে ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের দুজনকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’