বরিশাল
বরিশালে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
এর আগে গতকাল বুধবার রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও নাতিরহাট লঞ্চ পল্টন এলাকায় আড়িয়াল খাঁ নদে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে তিনটি বেহুন্দি জালসহ ঘোষেরচর গ্রামের আহাদ তালুকদার, অনিক ব্যাপারী ও ইমরান হাওলাদার নামের তিন জেলেকে আটক করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের প্রত্যেককে সাড়ে ৪ হাজার করে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।