বরিশাল
বরিশালে অটোর চাঁদাবাজদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে অটো মালিক সমিতির অবৈধ টোকেন বাণিজ্যর সংবাদ প্রকাশের পর নিজেদের বাঁচাতে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন চাঁদাবাজ নিজাম। আজ মঙ্গলবার বরিশাল রিপোটার্স ইউনিটিতে সংবাদ সন্মেলনে হাজির হয়ে নিজেদের বাঁচাতে মিথ্যা বানোয়াট কথা বলতে থাকলেও সাংবাদিকদের প্রশ্নে তালগোল পাকিয়ে ফেলেন এই চাঁদাবাজ নিজাম।
সূত্রে জানা যায়, গত বছর বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম ভাঙ্গিয়ে স্টিকার বানিয়ে লাখ লাখ টাকা হাতান এই নিজাম, মোর্শেদ গংরা। সেই ঘটনায় জেল হাজতেও যায় এই নিজাম, মোর্শেদ। এরপর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পরে চলতি মাসে আবারো শুরু করে অবৈধ টোকেন বাণিজ্য। সেই টোকেন বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পর নিজেদের বাঁচাতে ও টোকেন বাণিজ্য চালিয়ে যেতে দৌড়ঝাঁপ শুরু করেন নিজাম গংরা।
বিসিসির নিবন্ধন ছাড়া টোকেনের কি কারনে তারা ভাড়া আদায় করছেন? তার কোনো সঠিক জবাব দিতে পারেননি নিজাম।
বরিশাল জেলা ও মহানগর অটো মালিক সমিতি’র নামে শ্রমিকদের জিম্মি করে টাকা হাতানো এই প্রতারক বাহিনীর হাত থেকে রক্ষা পেতে চায় শ্রমিকরা।