বরিশাল
বরিশালে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
বরিশালে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। শনিবার সকাল ৯টা ১৫মিঃ এর দিকে নগরের বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পথচারীরা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।