বরিশাল
বরিশালের ১০ শিশু বিকাশকেন্দ্রে সহায়ক উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন ১০টি শিশু বিকাশ কেন্দ্রে সহায়ক উপকরণ বিতরণ করেছেন জেলা প্রসাশক এসএম অজিয়র রহমান। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উপকরণগুলো বিতরণ করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিতরণ অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এসএম অজিয়র রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, সাংস্কৃতিজন এসএম ইকবাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বরিশাল আল-মামুন তালুকদার, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিশু ও অভিভাবকবৃন্দ।