বরিশাল
বরিশালের হিজলায় ৪০ জেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : অভয়াশ্রামে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ৪০ জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ১৯ লাখ টাকা মূল্যের ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিজলা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
বৃহষ্পতিবার (১৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আটক ৪০ জেলেকে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ পরিচালিত মোবাইল কোর্টের নিকট সোপর্দ করা হয়।কোর্ট তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া অবৈধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। অভিযানে এসআই অহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।