বরিশাল
বরিশালের সাঈদ রাজধানীতে খুন: ঘাতকসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর যাত্রাবাড়ীর মাছ বাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। ত্রিশ বছর বয়সি যুবক সাঈদ খোকন মীর বরিশাল গৌরনদী উপজেলা বাগমারা গ্রামে শামসুল হকের মীরের ছেলে। মঙ্গলবার গভীর রাতে কয়েকজন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকাপয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় অন্য গাড়ি চালকেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মৃত্যু হয়। সাঈদ খোকন এক মেয়ে ও স্ত্রী মালাসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী কাজলা নগর এলাকায় থাকতেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মূল ঘাতকসহ ৫জনকে আটক করেছে।
নিহত সাঈদ খোকনের ভগ্নিপতি মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, গতরাতে তিনি যাত্রাবাড়ী মাছ বাজার স্ট্যান্ডে পিকআপভ্যান পার্কিং করে বসে ছিলেন। তখন কয়েকজন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকাপয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অন্য গাড়ি চালকেরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/অপারেশন) আয়ান মাহমুদ জানান, রাতে অভিযান চালিয়ে মূল ঘাতকসহ ৫জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।’