বরিশাল
বরিশালের লাকুটিয়া খাল পরিষ্কার-পরিচ্ছন্নতায় অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে লাকুটিয়া খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রথম দিন এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
শুক্রবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শওকত আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া আফিফা আক্তার বলেন, ‘দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে এ খালটি পরিষ্কার করা হয়নি। ফলে পানিপ্রবাহ চলমান না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। এটি পরিষ্কার করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক হবে।’
বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় সহ-সমন্বয়ক রুমি তালুকদার বলেন, বরিশাল নগরীতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর জলাবদ্ধতা দূর করতে হলে প্রথমেই খাল পরিষ্কার ও খালের পাড় দখলমুক্ত করে পুররুদ্ধার করা দরকার। এজন্য প্রথমে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের ডাকে সাড়া দিয়ে বিডি ক্লিনের ১০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী খাল পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন। আগামী ১৫ দিন এ অভিযান চলবে।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, জেলার গুরুত্বপূর্ণ খালগুলোতে প্রবাহ আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসন নিয়মিত কাজ করে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি ইলিয়াছ শরীফ, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শামীম চৌধুরী প্রমুখ।