জাতীয়
বরিশালের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ॥ গত ৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণােেলয় সিনিয়র সচিবের অনৈতিক বিজ্ঞপ্তি বাতিল সহ জাতীয়করণ থেকে বাদ পড়া বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করন এর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি (গভঃ রেজি এসঃ ১৪৫২/৯২) বরিশাল জেলা কমিটি। সকাল ১১টায় বরিশাল নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা প্রতিবাদ সভা করেন। পরে বরিশালের জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারলিপি প্রদান করেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, সহ সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন। স্মারক লিপিতে তারা উল্লেখ করেন, জাতীয় করন কালীন পরিসংখ্যানের ভুলের কারণে ২৬ হাজার ১শ ৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও এখনো জাতীয় করণের বাইরে রয়েছে ৪হাজার ১শ ৫৯টি বিদ্যালয়। তবে গত ৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের বাইরে আর কোন বিদ্যালয় জাতীয়করণ করা হবেনা। এসময় তারা এই মনগড়া চিঠি বাতিলসহ শিক্ষকদের আস্থার জায়গা ফিরিয়ে এনে এই বিদ্যালয়গুলো জাতীয়করনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।