বরিশাল
বরিশালের বন্ধুদের কুয়াকাটায় পূর্ণমিলন
নিজস্ব প্রতিবেদক॥ সামান্য হাসির মাধ্যমে বন্ধত্বের ছোয়া এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের সমন্বিত বরিশালের বন্ধুরা এক পূর্ণ মিলনী উপলক্ষে ২দিন ব্যাপি সাগর কণ্যা কুয়াকাটায় উৎসবের আয়োজন করে। আজ (১১) জানুয়ারী সকাল ১০টায় নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যান থেকে কুয়াকাটার উর্দেশ্যে যাত্রা করেন।
বরিশালের বন্ধুরা এর পূর্ণ মিলনীর আয়োজক বিসিসি ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, আমাদের এই বন্ধুদের মিলন মেলায় বয়সের কোন ব্যাপার নয়।
এখানে বরিশালের চাকুরীজীবী ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠনের সদস্যরা রয়েছে তারপরেও আমরা একে অপরের বন্ধু এই সম্পর্ক রেখে সামনের দিনে আরো হাসি-খুশিভাবে সবাই এক সাথে চলতে চাই। এই পূর্ণ মিলনিতে অংশ নিতে ঢাকা ও চট্রগ্রাম থেকেও আমাদের বন্ধুরা ছুটে এসেছে।