বরিশাল
বরিশালের নাজিরপোল যেনো মাদকের হাট
বরিশাল নগরীর প্রাণকেন্দ্র নাজিরপোল সকাল থেকে গভীররাত পর্যন্ত প্রকাশ্যেই চলে ইয়াবা ও গাঁজার বেচাকেনা। এযেনো মাদকের হাট।
দীর্ঘদিন যাবত মাদকের এই জোনটি ক্রমশই বাড়ছে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।
সরজমিনে দেখা যায়,বরিশাল নগরীর এই এলাকায় অনেকটা প্রকাশ্যেই চলে গাঁজা ইয়াবার বেচাকেনা।
বরিশাল নগরীর চিহ্নিত মাদকের স্পটগুলো মাঝেমধ্যে বন্ধ হলেও নাজিরপোল যেনো অপ্রতিরোদ্ধ। গুঞ্জন আছে, দলীয় ছত্রছায়ায় সবুজ দাস ও মিরাজ দীর্ঘদিন যাবত চালিয়ে আসছে মাদকের এই সিন্ডিকেট।
কোতোয়ালি থানা ও কাউনিয়া থানার বর্ডার এলাকা এই নাজিরপোল। এরপরেও অনেকটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা ও ইয়াবা। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, নাজিরপোলের কিছু অংশ কোতোয়ালি ও কিছু অংশ কাউনিয়া থানার আওতাধীন তবে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো ট্রলারেন্স অভিযান অব্যাহত আছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝেমধ্যে এরা আটক হলেও থেমে থাকেনা এদের মাদক বাণিজ্য।
প্রায় ডজন খানেক চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুরো নাজিরপোল জুড়ে চালাচ্ছেন এই মাদকের সিন্ডিকেট।
এরা হলেন, সবুজ দাস ওরফে ফ্যাসা সবুজ, মিরাজ, নজরুল, জিন্না, জামাল ওরফে খাটো জামাল, দিবস,সাদসহ আরো কিছু লোকজন। এদের মূলহোতা সবুজ দাস ও মিরাজ।
এদের সকলের নামেই রয়েছে একাধিক মাদক মামলা, মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হলেও বের হয়েই আবার শুরু করে এদের বাণিজ্য।
নাজিরপোল এলাকার বাসিন্দা রুবেল বলেন, সকাল থেকে গভীররাত পর্যন্ত চলে মাদকের এই বেচাকেনা। এতেকরে পরিবারের লোকজন নিয়ে বসবাস করার কোনো উপায় নেই। শুধু তাই নয়, মাদকের এই বেচাকেনা নিয়ে ওদের নিজেদের ভিতরে প্রতিনিয়ত ঝগড়া মারামারি লেগেই থাকে। তিনি আরো বলেন, নাজিরপোলের দুইপাশে মাঝেমধ্যে ইয়াবা ও গাঁজাসহ ক্রেতাদের আটক হতে দেখি তবে বিক্রেতারা থাকে বহাল তবিয়তে।
ঐ এলাকার আরেক বাসিন্দা হিরন বলেন, মাঝেমধ্যে এদের দেখি আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যায়। এর কয়েকদিন পরেই আবারো দেখি একই চিত্র, জামিনে মুক্ত হয়ে ফের মাদকের বেচাকেনা করছে।
এই বাসিন্দা আইনশৃঙ্খলা বাহীনির কাছে জোর অনুরোধ জানিয়ে বলেন, যুবসমাজকে বাচাঁতে নাজিরপোল এলাকার মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সময়ের দাবী।
কেবল আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্দ্যোগই পারে আমাদের ছাত্র ও যুবসমাজকে রক্ষা করতে।
এবিষয় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অপরাধ করে কেউ পার পাবেনা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান আছে, অচিরেই নাজিরপোল এলাকা মাদক মুক্ত হবে।
মাদক নির্মূলের বিষয়ে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, নাজিরপোলের মাদকের বেচাকেনার বিষয়টি আমাদের নজরে এসেছে। এর আগেও সবুজ নামে এক ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে।