বরিশাল
বরিশালের টপটেন অভিজাত বিপনী বিতানে হামলা ও লুঠপাটের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোড জিরো পয়েন্ট সংলগ্ম ডাঃ ইমান আলী টাওয়ারের অভিজাত বিপনি বিতান শো-রুম টপটেনে ক্রেতা বেশে প্রবেশ করে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুঠপাট ও স্টাফদের মারধর করে ইলেক্টিক্যাল গ্লাসের দড়জা ভেঙ্গে পালিয়ে যাবার সময়
বরিশাল সরকারী বিএম কলেজ ইসলামী ইতিহাসের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাকিব,নোহান, সজিব,শুভ্র ও শাহাদৎ হোসেন নামের ৫ জনকে শো-রুমের স্টাফরা ধরে রাখতে সক্ষম হওয়ার ঘটনা সহ আরো ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত নামা হামলাকারীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৮ই) মার্চ টপটেন শো-রুমের ইনচার্জ ব্রাঞ্চ ম্যানেজার এমরান শেখ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
এতে তাদের সন্দ্রেহ হলে এক ফাকে তারা ৯৯৯ এ কল করে সহযোগীতা কামনা করেন। কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বে আনুমানিক ৬টার দিকে স্টাফদের সাথে ধস্তা ধস্তি ও হামলা চালিয়ে মারধর করে বহির হবার ইলেক্টনিক্স দড়জা ভেঙ্গে বেড় হয়ে যাবার সময় ওই ৫ জনকে স্টাফরা ধরে রাখতে সক্ষম হয়।
এঘটনায় হামলাকারী ও লুটেরাদের হামলায় স্টাফ নিয়াজ,সাগর, রবিউল ও নিরাপত্তা প্রহরী হরিদাস সহ প্রায় ১০ জন আহত হয়। এদের ভিতর পূর্বের নামের ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে কোতয়ালী অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম সহ অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে কোতয়ালী মডেল থানার অফিসার ইনাচর্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম বলেন, হামলাকারীরা কে কোন দলের তা বিবেচনা করার বিষয় নয়। হামলাকারীদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ মাঠে কাজ করেছে।