বরিশাল
বরিশালের জেন্টস পার্লারগুলোতে উপচে পড়া ভিড়
ঈদের পোশাক থেকে শুরু করে সব ধরনের কেনাকাটা শেষ। এবার নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে বরিশালের জেন্টস পার্লাগুলোতে ভিড় করছে মানুষ। ছোট থেকে শুরু করে সব বয়সের মানুষ ভিড় করছে জেন্টস পার্লাগুলোতে।
স্বাভাবিকের চেয়ে ভিড় বেড়েছে। দম ফেলার সময় পাচ্ছেন না কর্মীরা। ঈদের বাড়তি ভিড় সামলাতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে জেন্টস পার্লারের কর্মীদের। এমন ব্যস্ততা থাকবে ঈদের দিন সকাল পর্যন্ত থাকবে বলে জানিয়ে জেন্টস পার্লারের কর্মীরা।
চেহারায় চাকচিক্যভাব আনতে ফেসিয়ালসহ বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছেন অনেকে। শিশুদের চুল কাটার ধরনেও দেখা যাচ্ছে পরিবর্তন। কেউ কেউ আবার চুলে নতুন রঙ লাগাচ্ছেন।
জেন্টস পার্লারের কর্মীরা জানান, নতুন ডিজাইনে চুল কাটা, সেভ করা, স্পা, ফেসিয়াল, লেয়ার কাট, স্কিন পলিশ, চুল কালার, চুল স্টেট করাসহ বিভিন্ন কাজ হচ্ছে। তবে এখন বেশি শিশুদেন চুল কাটার কাজ হয়। কারণ শেষ দিকে বেশি ভিড় থাকে। আর সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তরুণ ও যুবকেরা বেশি আসে। আর এর জন্য কারিগর (নরসুন্দর) ও কর্মী রাখা হয়েছে পর্যাপ্ত।
নগরীর সদর রোডের এভারগ্রীন নামে জেন্টস পার্লারের সত্ত্বাধিকারি সমির চন্দ্র শীল বলেন, ঈদকে সামনে রেখে তাদের ব্যস্ততা বেড়েছে। বিশেষ করে সকাল থেকে শিশু কিশোরদেন চুলকাটে বেশি। আর বিকেল থেকে রাত পর্যন্ত তরুণ ও প্রাপ্ত বয়স্করা ভিড় করছেন।