জাতীয়
বরিশালসহ সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালসহ সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আদেশ জারি করেছে। গত কয়েকদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত একাধিক রোগী শনাক্ত হওয়ায় সংক্রমণ থেকে বাঁচতে শিক্ষার্থীদের ব্যপারে এই সিদ্ধান্ত নেয়া হয়। এনিয়ে বরিশাল জেলা প্রশাসক মো: অজিয়র রহমান বলেন, করোনা থেকে সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়নের কোন বিকল্প নেই। অবশ্যই এটি তদারকি করা হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের এই আদেশ অমান্য করতে দেয়া হবেনা এবং সেলক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গৃহীত হবে। এদিকে বরিশাল সদরে দু শ তিনটি প্রাথমিক বিদ্যালয়ে জেলায় ৭শ ৭৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ রয়েছে দেড় শতাধিক এছাড়া মাদ্রাসা ও কীন্ডারগার্টেনসহ প্রায় আরো দ্বিগুন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে এইচ এসসি পরীক্ষাও অত্যাসন্ন। এনিয়ে বরিশাল বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুছ মিয়া বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে করোনা ভাইরাসের সুরক্ষার জন্য আমরা সচেতন রয়েছি। সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজ ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি রয়েছে। এদিন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগানোর কর্মসূচিতে ২৫ জনের বেশি উপস্থিতি না থাকার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া বঙ্গবন্ধু মেধা অন্বেষণ কর্মসূচিও স্থগিত করে আদেশ জারি করেছে মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১৭ মার্চ মঙ্গলবার প্রাথমিকের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। এছাড়া মুজিববর্ষের শুরুর দিন শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি পড়ানো কর্মসূচিও স্থগিত করা হয়। তবে প্রতিটি শিক্ষার্থীর কাছে প্রধানমন্ত্রীর চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেক আদেশে প্রাথমিকের মাধ্যমিক পর্যায়ের সব ধরনের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। অপরদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শুধু তাই নয় আজ ১৭ই মার্চ থেকে আগামী ৩১ই মার্চ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ক্লাস, পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধের এ ঘোষণা দেওয়া হয়েছে। আগামীকাল ১৮ই মার্চে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল থেকে ৩১ই মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হল। এই সময়ে কেউ হলে অবস্থান করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল ১৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের পরে এমন ঘোষণা দিল ববি প্রশাসন।