বরগুনা
বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক
নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। চলমান কোটা সংস্কার আন্দোলনে নাশকতার পরিকল্পনার অভিযোগে বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের পশ্চিম বরগুনা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করছে। চলমান এ আন্দোলনে যোগ দিয়ে নেতাকর্মীদের নিয়ে নাশকতা করার পরিকল্পনা করায় ছাত্রদল নেতা রনিকে আটক করা হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, নেতাকর্মীদের নিয়ে চলমান ছাত্র আন্দোলনে যোগ দিয়ে নাশকতা করার পরিকল্পনা করছিলেন ছাত্রদল নেতা রনি। এ কারণে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে বরগুনা সদর থানায় রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।