বরগুনা
বরগুনায় সাংবাদিক মাসউদ হত্যা মামলায় ৭ আসামি কারাগারে
নিজস্ব প্রতিবেদক : বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে মারধরে নিহত সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলায় সাত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার আটজন আসামি হাজির হয়ে জামিন চান। তাঁদের মধ্যে আদালত সাতজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্ট পুলিশের ইন্সপেক্টর অশোক কুমার এসব তথ্য নিশ্চিত করেন।
আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আবদুর রহমান। তিনি বলেন, ‘তালুকদার মাসউদ হত্যা মামলার আসামিদের মধ্যে মোট আটজন বরগুনা মুখ্য বিচারিক হাকিম হারুন অর রশীদের আদালতে জামিন চান। তাঁদের মধ্যে এজাহারের ১৩ নম্বর আসামি মো. জাফর হোসেন হাওলাদারের জামিন মঞ্জুর করেছেন আদালত।’
আইনজীবী আবদুর রহমান আরও বলেন, ‘কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন মামলার ১ নম্বর আসামি আসম হাফিজ আল আসাদ, ২ নম্বর আসামি আরিফুল ইসলাম মুরাদ, ৩ নম্বর আসামি কাশেম হাওলাদার, ৪ নম্বর আসামি সাইফুল ইসলাম মিরাজ, ৮ নম্বর আসামি ওয়ালি উল্লাহ ইমরান, ৯ নম্বর আসামি জাহিদুল ইসলাম মেহেদি ও ১০ নম্বর আসামি সোহাগ হাওলাদার।’
গত ১৯ ফেব্রুয়ারি বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে মারধরের পর ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক তালুকদার মাসউদ। তিনি দৈনিক ভোরের ডাক নামের একটি পত্রিকার বরগুনা প্রতিনিধি ও নলটোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন।
সাংবাদিক মাসউদের মৃত্যুর ঘটনায় ৪ মার্চ তাঁর স্ত্রী সাজেদা বাদী হয়ে বরগুনা সদর থানায় ১৩ জনের নামে ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের মধ্যে সোহেল হাফিজ এনটিভি, সাইফুল ইসলাম মিরাজ সময়, ফেরদৌস খান ইমন যমুনা, মালেক মিঠু ডিবিসি নিউজ, জাহিদুল ইসলাম মেহেদি বাংলা নিউজ, ওয়ালি উল্লাহ ইমরান দৈনিক আজকের দর্পণ ও কাশেম হাওলাদার অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশের বরগুনা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ বিষয়ে আইনজীবী আবদুর রহমান বলেন, ‘নথি হাতে পাওয়ার পর আমরা আদালতে জামিন আবেদন করব।’
মামলার বাদী ও নিহতের স্ত্রী সাজেদা বলেন, ‘মামলার আসামিদেরকে প্রেসক্লাবের সদস্যপদ ও মিডিয়া থেকেও বহিষ্কার করা হয়নি। আমি ন্যায়বিচার নিয়ে শঙ্কিত। এমনিতেই আসামিদের সহযোগীরা মামলাটি বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমাকে চাপ প্রয়োগ করে আসা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবি জানাই।’