বরগুনা
বরগুনায় সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। এ সময় তিনি বলেন, আমি জীবনের শেষ প্রান্তে এসে সাংবাদিকদের নিয়ে কাজ করতে পেরে গর্ববোধ করছি। সাংবাদিকতা পেশাকে ভালোবেসে আপনারা মানুষের কল্যানে যে কাজ করে যাচ্ছেন তা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করছি।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব মো. শাহ আলম। তিনি তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে বিশদ আলোচনা করেন।
সমাপনী পর্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস,সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, হাসানুর রহমান, মজিবুল হক কিসলু, মনির হোসেন কামাল, মোস্তফা কাদের প্রমুখ। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারীদের মধ্য সনদ বিতরণ করা হয়।