বরগুনা
বরগুনায় সহকারী জজের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরগুনায় দায়রা জজ আদালতের এক বিচারকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ আগস্ট) সকাল ১০টায় বরগুনার চরকলোনির বাসিন্দা কোহিনুর বেগমের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই সহকারী জজের নাম দেওয়ান আনোয়ারুল আসিফ। তিনি বামনা আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মৃত সফিউদ্দানের মেয়ে সুমি কায়সার পদ্ম।
বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বরগুনার চরকলোনি এলাকার বাসিন্দা কোহিনুর বেগমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন আনোয়ারুল আসিফ-সুমি দম্পতি। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। পরিবারের দাবি, সুমির দ্বিতীয় বাচ্চা হওয়ার পর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। ভাড়া বাসায় সুমি তার মা সাফিয়া রাজি ও তার নানিকে নিয়ে বসবাস করতেন।
আত্মহত্যার বিষয় জানতে চাইলে সুমির মা কান্নায় ভেঙে পরেন। তবে তাদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানান।
বাড়ির মালিক কোহিনুর বেগম বলেন, প্রায়ই বিচারকের স্ত্রী সুমি উত্তেজিত হয়ে চিল্লাপাল্লা করত। গত রাতেও তিনি ঝগড়ার শব্দ শুনতে পাই। পরে সকালে শুনি সুমি আত্মহত্যা করেছে।
ওসি দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক সুতারহাল শেষে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁস লাগানোর দাগ দেখতে পেয়েছি।
তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ করেনি। পরিবার ভিকটিমের লাশ ময়নাতদন্ত করতে রাজি নন। তাই প্রাথমিক তদন্ত কাজ শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।