বরগুনা
বরগুনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনায় জেলা বিএনপির উদ্দোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর লাগামহীন ঊর্ধ্বগতি আর দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। বুধবার (২ মার্চ) বিকাল ৩টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুরাতন লঞ্চঘাট চত্তরে সমাবেশে মিলিত হন।
জেলা বিএনপির সভাপতি নজরুল মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য লেঃ কর্ণেল (অবঃ) এম এ আ. লতিফ। বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান (মাসুদ), স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আজগর হায়াৎ লিমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড আ. হালিম, যুগ্ম সম্পাদক আলিমুন ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক, ইউপি চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ, যুবদল সভাপতি জাহিদ মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।