তালতলী
বরগুনায় তক্ষকসহ আটক ব্যক্তির জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজার থেকে হানিফ (৩৮) নামের একজনকে তক্ষকসহ আটক করা হয়েছে। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতে তার ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সখিনা কোস্টগার্ড ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার বশিরুল রহমান জানান, কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে হানিফকে একটি তক্ষকসহ তার বাড়ি থেকে আটক করে। বন্যপ্রাণি আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। হানিফ ৫ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান। আটককৃত তক্ষক অবমুক্তর জন্য সখিনা বনবিভাগকে হস্তান্তর করা হয়েছে।