বরগুনা
বরগুনায় গৃহবধূর মৃতদেহ উদ্বার
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজার সড়ক থেকে আজ সোমবার সকালে এক গৃহবধূর (৫০) মৃতদেহ উদ্বার করেছে পুলিশ।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সকালে খোলপটুয়া বাজারের পশ্চিম পাশে ঘের সংলগ্ন রাস্তায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য বরগুনায় মর্গে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় জানা যায়নি। সন্দেহ করা হচ্ছে, পুকুরে পড়ে গিয়ে সে মারা যেতে পারে। শরীরের পরিধেয় কাপড় ভিজা ছিলো। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।’