বরগুনা
বরগুনায় ইয়াবাসহ দু’ভাই ডিবির হাতে আটক
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মঙ্গলবার রাতে ৯৫ পিস ইয়াবাসহ দুই সহোদর আটক হয়েছেন।
ডিবি’র ওসি আবুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদারের ছেলে সোহান (২২), তার বড় ভাই সজল তালুকদারের সহযোগিতায় মাদক ব্যবসা করে আসছিলেন। সোমবার রাতে ইয়াবা বিক্রির প্রস্তুতির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাদের বসতঘরে তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা উদ্বার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে বলে ডিবির পুলিশ জানায়।