বরগুনা
বরগুনায় অবৈধ জাল ও পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক : বরগুনায় অভিযান চালিয়ে এক লাখ ৪ হাজার মিটার অবৈধ জাল এবং ২৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন পাওয়ার দায়ে শান্তি পোদ্দার নামের স্থানীয় এক ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুরি বাজারে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বরগুনা সদর উপজেলার ফুলঝুরি বাজার থেকে অবৈধ জাল নিয়ে বিষখালী নদীতে মাছ শিকার করেন অসাধু জেলেরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলঝুরি বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শান্তি পোদ্দার নামের এক ব্যবসায়ীর দোকান, বাড়ি ও গুদামে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল ও চার হাজার মিটার অবৈধ খুঁটা জাল জব্দ করা হয়।
অবৈধ এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ছাড়া অভিযানে আরও ২৮০ কেজি নিষিদ্ধ পলিথিন ও অবৈধ খাদ্যপণ্যও জব্দ করা হয়। পরে ব্যবসায়ী শান্তি পোদ্দারকে বিভিন্ন আইনে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, জেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ব্যবসায়ী শান্তি পোদ্দারকে অবৈধ জাল জব্দের ঘটনায় মৎস্য সংরক্ষণ আইনে ৫ হাজার এবং নিষিদ্ধ পলিথিন উদ্ধারের ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।