জাতীয়
বরগুনার সাঁতারুর কাপ্তাই হ্রদ জয়
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বৃহত্তর রাঙামাটি কাপ্তাই হ্রদ জয় করলো বরগুনার সাঁতারু মো. সাইফুল ইসলাম রাসেল। মাত্র চার ঘন্টায় রাঙামাটি কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলের ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথম স্থান অর্জন করেন তিনি।
শুধু তিনি নয়; এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন অপর জেলা সাতক্ষীরার মো. তৌফিকুজ্জামান। আর তৃতীয় হয়েছেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার এস আই ফেরদৌউস আলম। তবে এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেছেন আরও ২৭জন।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় কাপ্তাই লেকে কাটবে সাঁতার, ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো রয়” এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি শহীদ মিনারঘাট চত্বরে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা যৌথ উদ্যোগে আয়োজিত সুবলং চ্যানেল সুইমিং-২০২৪’ র্শীষক এ প্রতিযোগিতায় অংশগ্রহকারীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে রাঙামাটি সেনা জোন কমান্ডার এরশাদ হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন নুয়েন খীসা, পৌর প্রশাসক নাসরীন সুলতানা ও অতিরিক্ত জেলা (সার্বিক) প্রশাসক মো. নুরুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টায় রাঙামাটি বরকল উপজেলার সুবলং ইউনিয়নে সেনাবাহিনীর ঘাট থেকে সাঁতার শুরু করেন বিভিন্ন জেলা থেকে আগত ২৭জন সাঁতারু। নিরাপত্তা ব্যবস্থায় প্রতিযোগিতারা পর্যায়ক্রমে রাঙামাটি সদরের শহীদ মিনার ঘাটে এসে সাঁতার শেষ করেন।