পাথরঘাটা
বরগুনার মাদক কারবারি জসিম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা পাথরঘাটার পৌর শহর থেকে ১৫০ পিস ইয়াবাসহ জসিম হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয় তাকে। জসিম পাথরঘাটা পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ছাত্তার হাওলাদারের ছেলে।
বরগুনা গোয়েন্দা শাখার ইনচার্জ আবিদুর রহমান বলন, জসিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো।
গতকাল একটি গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুশীলের নেতৃত্বে একটি টিম গিয়ে তাকে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।