বরগুনা
বরগুনায় স্কুলব্যাগে মিলল ১ কেজি গাঁজা
নিজস্ব প্রতিবেদক : বরগুনা পৌর এলাকায় স্কুলব্যাগে পাওয়া গেলে এক কেজি গাঁজা। ব্যাগ পরিবহনকারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেটের পেছনে জেলা মাইক্রোবাসচালক শ্রমিক ইউনিয়নের অফিসের উত্তর পাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদককারবারির হলেন- মো. ফয়সাল প্যাদা (২০)। বরগুনা সদর উপজেলার এম, বালিয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়াভাঙ্গা গ্রামের গ্রামের মো. সেলিম প্যাদার ছেলে তিনি। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বশির আলম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সদর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।