বরিশাল
বরগুনায় মাদ্রাসা ছাত্রীর বিষপানে আত্মহত্যা
বাবুল মাহবুব, বরগুনা ॥ বরগুনার তালতলীতে বিষপান করে মোসাম্মৎ মারিয়া আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (১৭ মে) বরগুনার তালতলী উপজেলার ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত মারিয়া আক্তার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বড় অঙ্কুজানপাড়ার বাসিন্দা জনৈক প্রবাসী আব্দুল হামিদ এর দ্বিতীয় কন্যা। মারিয়ার বাবা সুদূর বিদেশ ওমান থাকেন। সংসারে মারিয়ার মা এবং তার দুই ছেলে নিয়ে গ্রামে তাদের বসবাস।
তালতলীর ফাতেমা-তুজ-জোহরা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের একজন নিয়মিত ছাত্রী ছিলেন মারিয়া। ঘটনার দিন বিকেল বেলা মাদ্রাসার একটি কক্ষে বসে বিষ পান করে ওই ছাত্রী। তাকে আমতলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। বিষয়টি পুলিশকে জানালে মরদেহ আমতলী থানায় নিয়ে যাওয়া হয়। পরের দিন মরদেহটির ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। কিশোরীর বিষপানে আত্মহত্যার বিষয়টি আমতলী সদর হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। ইতিমধ্যে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট বের হবার পর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে বলে এ কথা ব্যক্ত করেন।