বরগুনা
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ছগির হাওলাদার (৩০) নামে এক ডক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরের দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে জানান। ছগির হাওলাদার ওই ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে।
১ নম্বর দরখালী ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছগির হাওলাদার ও তার বাবা ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের বড় পোটকাখালী এলাকায় শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার দুপুরে বাবার সঙ্গে সেখানে কাজ করার সময় বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছগিরের মৃত্যু হয়।