বরিশাল
ববির শেরে বাংলা হলের সিলগালা রুম দখল করলেন ছাত্রলীগ কর্মী শিমুল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের প্রশাসনের সিলগালা কক্ষ দীর্ঘদিন ধরে দখল করে রাখার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ কর্মী শিমুল আল রাজীর বিরুদ্ধে। গত ৫ আগস্টের পর, বিশ্ববিদ্যালয় প্রশাসন শেরে বাংলা হলের কয়েকটি রুম সিলগালা করে তালা দেয়, যা নিয়ম অনুযায়ী পরবর্তী সিট বণ্টন না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকার কথা ছিল। কিন্তু কিছুদিন পর, শিমুল তার কয়েকজন বন্ধু নিয়ে ৪০২১ নম্বর কক্ষটি তালা ভেঙে দখল করে বসে।
হলের সচেতন শিক্ষার্থীরা এই অবৈধ দখল রোধের চেষ্টা করলেও শিমুল তাদেরকে শোনেননি। এমনকি, তিনি দাবি করেছেন যে নিয়ম ভাঙাই তার কাছে নিয়ম। সিলগালা রুমটি দখল করার পর, শিমুল ও তার বন্ধুরা সেখানে অবস্থান করে এবং নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়, যেমন—রুমের ভেতর ধূমপান করা।
শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী জাহিদ বলেন, “আমরা বারবার শিমুলকে রুমটি ছেড়ে দিতে বলেছি, কিন্তু সে তা অগ্রাহ্য করেছে। উল্টো আমাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ তুলেছে। আমরা প্রশাসন থেকে এর সমাধান চাই।” একই অভিযোগ করেছেন রুবেল মোল্লা, আরেক আবাসিক শিক্ষার্থী, যিনি দাবি করেছেন, শিমুল তার বিরুদ্ধে হয়রানি চালাচ্ছেন এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, শিমুল আল রাজী ২০১৮-১৯ সেশনের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। যদিও তার ফাইনাল পরীক্ষা সম্প্রতি শেষ হয়েছে, তিনি এখনও মাস্টার্স জোনে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। ২০ আগস্টের পর, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের সুযোগে, শিমুল ৪০২১ নম্বর কক্ষে বসবাস শুরু করেন।
এই বিষয়ে শেরে বাংলা হলের সেকশন অফিসার মো. জসিম উদ্দিন জানান, শিমুল মাস্টার্সের শিক্ষার্থী হিসেবে সিট নিয়েছিলেন, কিন্তু কী ভিত্তিতে তাকে মাস্টার্সের সিট দেয়া হয়েছে, তা পরিষ্কার নয়। সিলগালা কক্ষ দখল নিয়ে তিনি জানান, আগামীকাল প্রভোস্টের সঙ্গে মিটিং অনুষ্ঠিত হবে এবং সেখানে সিদ্ধান্ত নেয়া হবে।
শেরে বাংলা হলের প্রভোস্ট আবদুল আলিম বছির এই বিষয়টি সম্পর্কে বলেন, ‘এটি আমার দায়িত্ব গ্রহণের পর আমি অবগত হয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে হলে কোনো নিয়মের ব্যত্যয় ঘটবে না।’
এদিকে শিমুলের মোবাইলে বারবার কল করা হলেও তিনি মন্তব্য দিতে রাজি হননি।
উল্লেখ্য, শিমুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ক্যাম্পাসে সিফাতের অনুসারী হিসেবে পরিচিত।