কলাপাড়া
বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলীয় এলাকায় গুমোট পরিবেশ
দক্ষিনপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লঘুচাপের প্রভাবে বুধবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে ।
একই সাথে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে । এছাড়া আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বাতাসের তেমন কোন চাপ নেই। উপকূলীয় এলাকার অনেক স্থানে যে কোন সময় অস্থায়ী দমকা হাওয়া, ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সমুদ্রে মাছধরার উপর নিষেধাজ্ঞা চলমান থাকায় অধিকাংশ মাছধরা ট্রলার নিরাপদে রয়েছে বলে জানিয়েছে মৎস্য সংশ্লিষ্টরা।