গৌরনদী
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে পতাকা মিছিল ও মানববন্ধন শেষে গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন মাঠে এক প্রতিবাদ সমাবেশে খাঞ্জাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহাঙ্গীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত জাতীয় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সংগঠক সৈয়দ মনিরুল ইসলাম (বুলেট সিন্টু)।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাহ আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেমায়েত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আদম আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুল রহমান মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গৌরনদী উপজেলা শাখার আহবায়ক মোঃ লোকমান হোসেন রাজু প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার অপরাধী ও ইন্ধনদাতাদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবি জানায়।