ঝালকাঠি
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে যুবলীগের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।
শনিবার রাতে জেলা যুবলীগের উদ্যোগে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শতাধিক মটরসাইকেল নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা যুবলীগ আহবায়ক মো. রেজাউল করিম জাকির, যুগ্ম-আহবায়ক মো. কামাল শরিফ, যুবলীগ নেতা কাওছার হোসেন মায়েজ, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. ছবির হোসেন প্রমূখ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।