জাতীয়
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় নিন্দা বিএনপির
নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। শনিবার দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী কোনো কারণ ছাড়াই মিছিল সহকারে প্রকাশ্যে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে শনিবার বিকেলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।