ভোলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র চলছে : তোফায়েল
নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বাভাবিকভাবে চলছিল, হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোলা হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে যে মূলনীতির উপর বাংলাদেশের জন্ম হয়েছিলো, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ ছিল। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেই ধর্ম ভিত্তিক রাজনীতি শুরু করে। এরাই জাতীয় মূলনীতি তছনছ করে দেয়। এই ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আজ যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছেন, তারা সবাই পড়ালেখা জানা লোক। তাদের বলছি, পৃথিবীর বহু ইসলামিক রাষ্ট্রে ভাস্কর্য রয়েছে। তা দেখে আসুন তারপর মন্তব্য করুন। এ সময় তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান জানান।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষের অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার কায়সার, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ।
এদিকে ভোলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করে মুক্তিযোদ্ধা সংসদ। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা অংশ নেন।