বরগুনা
ফেসবুকে ঝুপড়ি ঘর এর পোস্ট; প্রবাসীদের পর এবার টিন, নগদ অর্থ ও খাবার নিয়ে হাজির হলেন টিএনও বিবেক সরকার।
মোঃ ওমর ফারুক সাবু, বামনা প্রতিনিধিঃ
শ্রমিক দিবসে ভাগ্যবিড়ম্বিত শ্রমিক রহিমের করুণ উপখ্যান; পলিথিনে মোড়া ঝুপড়ি ঘরে স্বপ্ন ভঙ্গের অপেক্ষায়… শিরোনামে পোস্ট দেয়া হয়। স্থানীয় অনেকে ও প্রবাসীরা ২ বান ঢেউটিন ও কিছু নগদ গত ৮ মে রহিমকে পৌছে দিয়ে ফেসবুকে আরও একটি পোস্ট করা হয়।
এসব পোস্ট বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিবেক সরকারের দৃষ্টি গোচর হলে তিনি ৯ মে বিকেল ৪ ঘটিকায় ২ বান ঢেউটিন, নগদ পাঁচ হাজার টাকা ও ঈদের শুভেচ্ছা স্বরূপ ৮ প্রকার খবার সম্বলিত একটি খবারের বস্তুা পৌছেদেন অসহায় আঃ রহিমের পরিবারকে।
রহিম বামনা উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে মকবুল হোসেনের পুত্র। অসুস্থ স্ত্রী, ২ সন্তান নিয়ে কর্মঅক্ষম রহিম বছর তিনেক আগেও রাজমিস্ত্রীর কাজ করতেন। একধিক দূর্ঘটনায় রহিম কাজ করার ক্ষমতা হরিয়ে ফেলেন। স্ত্রী মমতাজের সেলাইয়ের কাজের আয়ে চলে ৫ সদস্যদের মানবেতর জীবন।
টিএনও বিবেক সরকার সাংবাদিকদের বলেন- স্যোশাল মিডিয়ায় আঃ রহিমের পোস্টটি দেখ আমি কিছুটা আবেগতাড়িত হই। এই মুহূর্তে নীতিগত সিদ্ধান্তের কারনে আমরা রহিমকে ঘর না দিতে পারলেও আগামীতে অত্র উপজেলা একটি ঘরও যদি আসে তা আমরা রহিমকে দেয়ার চেষ্টা করবো।
এসময় উপস্থিত বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির মোল্লা, মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সাবু ও সম্পাদক মান্না সহ আরও অনেকে।